‘বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম আপডেট করতে চাপ দেয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সময়ে কারিকুলামে পরিবর্তন আসলেও বেসিক বিষয়ে পরিবর্তন হচ্ছে না জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেছেন, এ কারিকুলাম আপডেট করা জরুরি। এজন্য চাপ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন উপলক্ষে ইউজিসি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ইউজিসির চেয়ারম্যান বলেন, আমাদের কারিকুলামে অনেক পরিবর্তন আনা হলেও মূল বিষয়ে পরিবর্তন আসছে না। এটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে অনুসরণের মাধ্যমে করতে হয়।
তিনি বলেন, এ কারণে মেধাবী শিক্ষার্থীরাও ভালো ফলাফল নিয়ে বেকার থাকতে হচ্ছে। উচ্চ ডিগ্রিধারীদের স্কিল না থাকায় পাশের পর তাদের অনিশ্চয়তায় দিন পার করতে হচ্ছে। গতানুগতি শিক্ষা থেকে বেরিয়ে আসতে ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে চাপ সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, এ নিয়ে কাজ চলছে। কারিকুলাম নিয়ে কাজ বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিল, বিভাগীয় প্লানিং কমিটি, সিন্ডিকেটের মাধ্যমে করতে হয়। আমাদের পরামর্শ থাকবে তারাও এ বিষয়ে কাজ করবেন।