বিমান হামলায় কেঁপে উঠলো আফগানিস্তান, ৪০ তালেবান নিহত

বিমান হামলায় কেঁপে উঠলো আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিমান হামলায় তালেবানের ৪০ সদস্য নিহত হয়েছেন। শনিবার ১৯ সেপ্টেম্বরের অভিযানে কোন বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যদিও উত্তর-পূর্বাঞ্চলের কুন্দুজ প্রদেশের তালেবান ঘাঁটিতে হামলায় ১১ বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আরো ১০ জন আহত হয়েছেন বলে জানায় প্রাদেশিক সরকার।

এদিকে তালেবানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সরকারি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৪০ বেসামরিক নাগরিক। তবে নিজেদের কোন সদস্য হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে উল্লেখ করেনি সশস্ত্র গোষ্ঠীটি।

কুন্দুজ প্রদেশের সামরিক অভিযানে হতাহতের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে বলেও জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার সকালে খান আবাদ জেলার সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করে তালেবানের হামলা চালানোর জবাবেই এ বিমান হামলা চালানো হয়।

পাল্টাপাল্টি হামলার পর সাধারণ মানুষের সুরক্ষার্থে মানবিক যুদ্ধবিরতির ডাক দিয়েছেন দেশটির প্রেসিডন্ট আশরাফ ঘানি।

এর আগে, ১৭ সেপ্টেম্বর তিনটি প্রদেশে উভয় পক্ষের সংঘর্ষে ৩০ তালেবান ও ১৯ নিরাপত্তা সদস্য নিহত হন।

আফগানিস্তানের দীর্ঘ ১৮ বছরের যুদ্ধে অবসানে সরকার এবং যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে যখন শান্তি চালিয়ে যাচ্ছে তখনই হামলার ঘটনা বেড়ে গেছে। এতে আবারো হুমকিতে পড়েছে শান্তি আলোচনা।