বিমান ও হেলিকপ্টারে ইসরাইলী এসএআর সিস্টেম বসাচ্ছে আইএএফ

আন্তর্জাতিক ডেস্ক : গত ৩ জুন ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি আন্তনভ এএন-৩২ ‘ক্লাইন’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৩ বিমান সেনা প্রাণ হারায়। বিমানটি নিখোঁজ হওয়ার এক সপ্তাহের বেশি সময় পর এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর আইএএফে’র বেশিরভাগ পরিবহন বিমান ও হেলিকপ্টারকে ইসরাইলের তৈরি সার্চ-এন্ড-রেসকিউ (এসএআর) সিস্টেমে সজ্জিত করার উদ্যোগ নিয়েছে নয়া দিল্লি। এই সিস্টেম থাকলে কোন বিমান দুর্ঘটনায় পড়লে বা দুর্যোগ কবলিত হলে সেটি সহজেই চিহ্নিত করা যাবে।

আইএএফ সূত্র জানিয়েছে যে তাদের কাছে থাকা ডর্নিয়ার ২২৮, হিন্দুস্তান এরোনটিকস লিমিটেডের অভ্র ৭৪৮ ও ইলিউশিন ইল-৭৬ এয়ারক্রাফটকে ইসরাইলের এলবিট সিস্টেমের তৈরি ইমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটার ও এয়ারবোর্ন লোকেটর সিস্টেমে সাজানো হবে।

আইএএফের এমআই-১৭ পরিবহন হেলিকপ্টার, এমআই-২৫/৩৫ এ্যাটাক হেলিকপ্টার এবং চেতাক, চিতা ও ধ্রুব রোটরক্রাফটগুলোতেও এই সিস্টেম সংযুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।