বিদেশ যেতে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রধান বিচারপতির চিঠি

বিদেশে যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।আজ  মঙ্গলবার দুপুরে এই চিঠি পাঠানো হয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমি চিঠি পাঠানোর বিষয়ে শুনেছি। তবে এখনও হাতে পাইনি।’

উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে আদালতে ২৫ দিনের অবকাশ শুরু হয়। এর আগে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় এবং বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত গেজেট নিয়ে সরকারের সঙ্গে প্রধান বিচারপতির মতপার্থক্য দেখা দেয়। অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খোলার দিনই অসুস্থতার কারণ দেখিয়ে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটিতে যান সুরেন্দ্র কুমার সিনহা। ছুটিতে গিয়েই তিনি সস্ত্রীক অস্ট্রেলিয়ায় পাঁচ বছরের ভিসার জন্য আবেদন করেন। তাদের তিন বছরের ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। সেখানে তাদের বড় মেয়ে সূচনা সিনহা থাকেন।
২০১৫ সালের ১৭ জানুয়ারিতে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতির আগামী ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।