‘বিদেশে গবেষণাপত্র প্রকাশে সরকার অর্থ দেবে’

এমপিও হয়েও যে কারণে বেতন পাবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: টাকার অভাবে দেশের যেসব শিক্ষক আন্তর্জাতিক অঙ্গনে তাদের গবেষণা তুলে ধরতে পারেন না, তাদের জন্য তহবিল গড়ার কথা ভাবছে সরকার। সোমবার রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সরকারের এমন চিন্তা-ভাবনার কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, শুধু আর্থিক সমস্যার কারণে আমাদের শিক্ষকবৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এবং বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে পারেন না। সরকার এ সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এজন্য একটি তহবিল গঠন করার চিন্তা করছে সরকার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বর্তমানে কোন প্রশিক্ষণকেন্দ্র নাই। কিন্তু সকল শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন। সরকার এ লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের ব্যবস্থা গ্রহণ করছে। কারণ মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা অসম্ভব।