‘বিদেশফেরত কর্মীদের দক্ষতা কাজে লাগানো হয়না’

নিজস্ব প্রতিবেদক: বিদেশ থেকে দক্ষ কর্মী ফিরে আসার হার ৪৬ শতাংশ। তাদের মধ্যে ৯০ শতাংশ কর্মী দেশে নিজের দক্ষতা কাজে লাগাতে পারে না। অভিবাসী কর্মী উন্নয়ন  প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

‘বিদেশফেরত কর্মীদের অর্থনৈতিক পুনরেকত্রীকরণের প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই গবেষণাটি করা হয় বাংলাদেশের ৫টি জেলার পাঁচ সদর উপজেলায়। এতে অংশ নেয় ২৫০ জন বিদেশফেরত কর্মী। এর মধ্যে ৬৬ শতাংশ পুরুষ ও ৩৪ শতাংশ নারী। তাদের বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে। এদের মধ্যে ৪৮ শতাংশ স্বল্পশিক্ষিত, ৯২ শতাংশ বিবাহিত।

শাকিরুল ইসলাম জানান, ৪০ শতাংশ কর্মী সফল হয়ে ফিরে এলেও ৬০ শতাংশ সফল অভিবাসনে ব্যর্থ হয়। গবেষণায় বলা হয়, ব্যর্থ হয়ে ফিরে আসাদের মধ্যে ১০ শতাংশ নির্যাতনের শিকার। এছাড়া ২৩ শতাংশ কর্মী যথেষ্ট আয় করতে পারলেও ৭৭ শতাংশই পারে না। বিদেশ থেকে ফিরে এসে যারা বেকার হয়ে যান তাদের ২১ শতাংশ দক্ষতা অনুযায়ী কাজ পান না, ২৪ শতাংশ কিভাবে কী করতে হবে জানেন না আর ৫৬ শতাংশ ব্যবসা করার জন্য অর্থ জোগাড় করতে পারেন না। তাই এদের মধ্যে ২৩ শতাংশ আবার পুনরায় অভিবাসনের পথ বেছে নেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এইসকল বিদেশফেরত কর্মীদের অল্প হলেও দক্ষতা রয়েছে। যাদের দিয়ে দেশের বিভিন্ন খাতে কাজ করানো সম্ভব।