বিচার বিভাগ এখন সরকারের নিয়ন্ত্রণে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ২০০৮ সালে সরকারে আসার পর থেকেই ক্ষমতা নিরঙ্কুশ করার লক্ষ্যে বিচার বিভাগকে দলীয়করণ করছে সুচতুরভাবে। আজ বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছু নেই। এখন বিভাগটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

জনগণের আশ্রয়ের শেষস্থল বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদী কায়েম করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তারা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার ট্রেনে হামলা সংক্রান্ত মামলায় নিু আদালতের দেয়া রায়ে বিচার ব্যবস্থায় এ চিত্র উঠে এসেছে।

ওই মামলার রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তির আদেশ পুরো জাতিকে বিস্মিত, হতাশ ও ক্ষুব্ধ করেছে। আমরা যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা সবসময়ই সন্ত্রাসের ঘটনায় নিন্দা করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং সুষ্ঠু বিচার চেয়েছি।

কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি রাজনৈতিক দলের প্রায় সব কর্মকর্তাকে সম্পৃক্ত করে তিন বছর পর অভিযোগপত্র এবং ২৫ বছর পর আদেশ দেয়া প্রমাণ করে- এই আদেশ ন্যায়বিচার-পরিপন্থী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, ওই ঘটনায় এক নম্বর আসামি ছিল আওয়ামী লীগের স্থানীয় নেতা আমিনুল ইসলাম। তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছিল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি ৯ জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড।

বর্তমান পার্লামেন্ট জনগণের ভোটে নির্বাচিত হয়নি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচনের ফল জবরদস্তি করে নিজেদের পক্ষে নিয়েছে। সেই কারণে জনগণের কাছে কোনো প্রতিষ্ঠানের জবাবদিহিতার সুযোগ নেই, রাষ্ট্রের সব ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। বিচার বিভাগও এর প্রভাব থেকে মুক্ত নয়।