বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরু ১৬ জুলাই

বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরু ১৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক : কয়েক দফা সময় বাড়িয়ে অবশেষে আগামী ১৬ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দলের সাংগঠনিক কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (২৪ জুন) রাতে সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ অতিমারির প্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যসুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু করা হবে।

এর আগে গত ২২ মার্চ দলটির পক্ষ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের কথা জানানো হয়। পর্যায়ক্রমে ২৫ মে, ২৫ জুন এবং ২৫ জুলাই পর্যন্ত স্থগিত রেখে সীমিত পরিসরে কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হলো।