বাঙালিরা বিশ্বাসঘাতক, পেছন থেকে ছোড়া মারতে দ্বিধা করেনা : সতীশ চন্দ্র রায়

নিউজ নাইন২৪, ঢাকা: ‘আমরা বাঙালিরা বিশ্বাসঘাতক। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে বাঙালিরা বিশ্বাসঘাতকতা করে আসছে’ বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়।

শনিবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত মুজিবনগর সরকার, গৌরবদীপ্ত বীরত্বগাথা মুক্তিযুদ্ধ-৭১ বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সহ-সভাপতি মো. রমজান আলীর এতে সভাপতিত্ব করেন।

সতীশ চন্দ্র দাবি করে, ‘মুক্তিযুদ্ধের সময় খন্দকার মোস্তাক আমাদের সাথে ছিল। তাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম বিদেশে বিভিন্ন দেশে ঘুরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যমত গড়ে তোলার জন্য। কিন্তু তিনি সেখানে গিয়ে উল্টো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ষড়যন্ত্র করেছেন।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যে বঙ্গবন্ধু বাঙালিদের জন্য জেল খেটেছেন, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সে মানুষটিকে যারা হত্যা করেছে তারা কারা ছিল? তারা তো বাঙালিই। তাই আজ বলতে বাধ্য হয়েছি, আমরা বাঙালিরা বিশ্বাসঘাতক। আমরা পিছন থেকে ছোড়া মারতে দ্বিধাবোধ করি না।’