বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মিত হচ্ছে

বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ করতে দুই দেশের মধ্যস্ততায় বেড়া তৈরি করার একটি পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সীমান্তে অবৈধ প্রবেশ ও চোরাকারবারি রুখতে কাঁটাতারের বেড়া তৈরি করার সিদ্ধান্ত পাকাপোক্ত করার কথা বলেন। তাছাড়া সীমান্তে জাল ভারতীয় মুদ্রা পাচারকারী চক্র এবং পালানো অপরাধীদের ধরিয়ে দেয়ার জন্য বাংলাদেশের সাহায্যেরও প্রশংসা করেন।

একটি উন্মুক্ত আলোচনাসভায় তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে চাই। সেজন্য বাংলাদেশের সাথে আলোচনা করে সীমান্ত সুরক্ষিত করার জন্য শক্তিশালী ফ্লাড লাইট সহকারে একটি বেড়া তৈরির সিদ্ধান্ত পাকাপাকি করেছি।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত দিয়ে যারা অনুপ্রবেশ করছে তারা জাল টাকার চক্র, গরু চোরাচালানকারী কিংবা অপরাধী যেই হোক না কেন, বাংলাদেশ সরকার আমাদের এসব ব্যাপারে অনেক সাহায্য করেছে।’

সবশেষে তিনি এই উদ্যোগ নেয়ার জন্য ভারতের পররাষ্ট্র নীতির প্রশংসা করেন। তাছাড়া যে অল্প সংখ্যক বাংলাদেশী অবৈধভাবে ভারতে ইতিমধ্যে প্রবেশ করেছে তাদেরকে ভবিষ্যতে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে বলেও জানান তিনি।