বাংলাদেশ এখন প্রযুক্তির দিক দিয়ে বিশ্বমানে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বমানে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, বাংলাদেশ এখন অনুসরণের জায়গা নয়, বিশ্বে নেতৃত্ব দেওয়ার জায়গায়।

গতকাল শুক্রবার কক্সবাজার হোটেল শৈবালে তথ্য-প্রযুক্তি মন্ত্রী; মন্ত্রিপরিষদ বিভাগ ও একসেস টু ইনফরমেশন কর্তৃক আয়োজিত ই-সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের সন্তানরা অত্যন্ত মেধাবী। ফলে পাঠ্য বইয়ে ডিজিটালাইজড করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ জন্য সরকারকে ডিজিটাল হতে হবে। সরকার ডিজিটাল না হলে সেবা ডিজিটাল হবে না।

মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ। সপ্তাহব্যাপী এই কর্মশালায় ১২টি মন্ত্রণালয়ের শতাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।