বাংলাদেশকে ৩ লাখ ডলার ঋণ দিচ্ছে এডিবি

দেশে ৩ বছরে ৯৪৭২০ কোটি টাকা বিনিয়োগ করবে এডিবি

নিজস্ব প্রতিবেদক: করোনার অজুহাতে এডিবি থেকে ৩ লাখ ডলার (প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা) ঋণ নিচ্ছে বাংলাদেশ। শনিবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত শুক্রবার (২৭ মার্চ) এডিবি বোর্ড এই অনুদান অনুমোদন দেয়।

এই অনুদানের অর্থ মাস্ক, মেডিক্যাল গ্লাভস, অ্যাপ্রোন, থার্মোমিটার, সেফটি গগলস ও বায়োহ্যাজার্ড ব্যাগ কেনায় ব্যয় করা হবে।। এর আগে এসব পণ্যের একটি তালিকা ও চাহিদা এডিবি অফিসে পাঠায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এছাড়া, জরুরি ভিত্তিতে এডিবি ৬৫০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার ৯০০ কোটি টাকা) বাংলাদেশকে ঋণ দেবে।