বরফে ঢাকা আমেরিকার কয়েকটি রাজ্য: পানি নেই, বিদ্যুৎ নেই, বাড়ছে মৃত্যু

বরফে ঢাকা আমেরিকার কয়েকটি রাজ্য: পানি নেই, বিদ্যুৎ নেই, বাড়ছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বরফে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের চার ভাগের তিন ভাগ অঞ্চল। টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে রেকর্ড ভাঙা শীতের মধ্যে তৃতীয় দিনের মতো লাখ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে। বিদ্যুতের অভাবে বহু মানুষ তীব্র শীতে ঘরেই মরে পড়ে থাকছে।

এ পরিস্থিতিতে ‘দুর্যোগের মধ্যে দুর্যোগের’ ব্যাপারে সতর্ক করেছে কর্মকর্তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এখনই বিদ্যুৎ নাও ফিরতে পারে জানিয়ে এর জন্য বাসিন্দাদের প্রস্তুতি নিতে বলেছে তারা।

কর্মকর্তারা জানিয়েছে, ২৭ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে; প্রাকৃতিক গ্যাসের কূপ, পাইপলাইন ও উয়িন্ড টারবাইন ঠা-ায় জমে বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে।

এ পরিস্থিতিতে টেক্সাসের একশটিরও বেশি কাউন্টির বাসিন্দাদের খাবার পানি ফুটিয়ে নিতে বলেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ না থাকায় পানি শোধনাগারগুলো অচল হয়ে পড়ায় খাবার পানি সরবরাহ করা যাচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছে।

টেক্সাসের প্রায় ৩ কোটি জনসংখ্যার মধ্যে অধের্ক অর্থ্যাৎ দেড় কোটিরও বেশি বাসিন্দার বাড়ির কলে পান করার মতো কোনো পানি নেই অথবা কেবল মাঝে মাঝে পানি আসছে।

হিমশীতল তাপমাত্রা পুরো সপ্তাহজুড়েই বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যের বৃহত্তম শহর হিউস্টন ও অন্যান্য শহরের হাসপাতালগুলো কোনো পানি নেই বলে খবর এসেছে। প্রবল শৈত্যপ্রবাহে এ পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আরও অনেক লোকের মৃত্যু হলেও তাদের মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি বলে ধারণা কর্মকর্তাদের।

ঠা-ার কারণে কিছু বাসিন্দা অন্ধকার, জমে যাওয়া বা ভেঙে যাওয়া পানির পাইপঅলা শীতল বাড়িতে অবস্থান করতে স্থানীয় ত্রাণ কেন্দ্রগুলো আশ্রয়, এই দুই বিকল্পের একটিকে বেছে নেওয়ার পরিস্থিতিতে পড়েছে।

হ্যারিস কাউন্টির শীর্ষ নির্বাচিত কর্মকর্তা বিচারক লিনা হিডালগো বলেছে, বহু দিক থেকেই এটি দুর্যোগের মধ্যে আরও অনেক দুর্যোগ। অপ্রত্যাশিত এই প্রভাবগুলো এড়ানো যাবে না।

অপরদিকে টেক্সাস, কুইজিয়ানা, কেন্টাকি, নর্থ ক্যারোলাইনা এবং মিসৌরির অনেক স্থানেই সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের সংখ্যাও বাড়ছে।
নতুন আরেকটি তুষারঝড়ের কারণে দেশটির দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহেও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া কোন কোন জায়গায় ৬ ইঞ্চি পর্যন্ত বরফ পড়তে পারে।