বন্যায় বিপর্যস্ত চীন-ভারত

আন্তর্জাতিক ডেস্ক: করোনা তান্ডবের মধ্যেই ভয়াবহ বন্যায় ভারতে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত অন্তত ৮০ লাখ লোক। এর মধ্যে বিহারেই পানিবন্দি হয়ে পড়েছে ১১ জেলার প্রায় ২৫ লাখ বাসিন্দা। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এদিকে, চীনে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাড়ে ৪ কোটি লোক।

ভারতের উত্তর প্রদেশের একটি সরকারি হাসপাতালে বন্যায় ডুবে যাওয়ার মধ্যেই চলছে চিকিৎসা। রোগী ও চিকিৎসকদের দুর্ভোগ চরমে উঠেছে।

ভুক্তভোগীরা বলছে, পানি বাড়ছেই। এর মধ্যে রোগীদের চিকিৎসা দেয়া অনেক কষ্টের।

ভারতের অন্যান্য রাজ্যেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিহারেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয় নি। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছে হাজার হাজার বাসিন্দা।

বন্যাকবলিতরা বলছে, কোনো সহায়তা পাইনি আমরা। বাধ্য হয়ে রাস্তায় অবস্থান নিয়েছি।

এদিকে, চীনে বন্যার ভয়াবহতা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যায় এ পর্যন্ত সাড়ে চার কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আবারও বেশ কয়েকটি প্রদেশে বন্যার পূর্বাভাস জানিয়ে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।