ফ্রান্সে এক দিনে ৫০ হাজারেরও বেশি করোনায় আক্রান্ত, বন্দরের গুদামে ভয়াবহ আগুন

বন্দরের গুদামে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে এক দিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হলো। রোববার সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।

ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১শ’ ১৬ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬১ জনে।

দেশটিতে সেপ্টেম্বরের প্রথমদিকে যারা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে আক্রান্তের হার ছিল ৪.৫ শতাংশ। এখন এ হার দাঁড়িয়েছে ১৭ শতাংশে।

এদিকে, ফ্রান্সের একটি বন্দরের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির লে হেভরে বন্দরের পাশে একটি ভবনে হঠাৎ আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুন লাগার পরপরই কালো ধোয়ায় ছেয়ে যায় চারপাশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে এক বিবৃতিতে সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় পুলিশ।

তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কতৃপক্ষ এখনো কিছু জানায়নি।