ফ্রান্সের ১১ কোটি ইউরো দেবে ফেসবুক

ফ্রান্সের ১১ কোটি ইউরো দেবে ফেসবুক

প্রযুক্তি ডেস্ক: ফেসবুকের কাছে ট্যাক্স এবং জরিমানা বাবদ ফ্রান্সের পাওনা প্রায় ১১ কোটি ইউরো। কোনো ঝামেলা ছাড়াই যা পরিশোধ করতে রাজি হয়েছে ফেসবুক। খবর বিবিসির

একই সঙ্গে অগ্রিম ট্যাক্স হিসেবে ৮৪ লাখ ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

ফেসবুক বলছে, ফ্রান্সের ট্যাক্স অথরিটি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ট্যাক্সের অডিট করায় হিসাবে বকেয়া শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে মোট ১০ কোটি ৬০ লাখ ইউরো। যা আমরা পরিশোধের উদ্যোগ নিয়েছি। ফ্রান্সের নিয়ম মেনেই আমরা দেশটিতে ব্যবসা করতে চাই।

ফেসবুকের সঙ্গে গুগল, অ্যাপল, অ্যামাজনও পাওনা ট্যাক্স পরিশোধ করতে রাজি হয়েছে।

ফ্রান্সের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত থেকে ফেসবুকের বাৎসরিক লাভের অঙ্ক বেড়ে ৭৪ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে।

তবে ট্যাক্সের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ট্যাক্স আদায়ে আরো উদ্যোগী হচ্ছে ফ্রান্স।