ফেসবুক-গুগল থেকে বিজ্ঞাপন প্রত্যাহার করবে নিউজিল্যান্ড

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক:নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে মসজিদে সন্ত্রাসী হামলা ও সেই হামলা সরাসরি সম্প্রচারের প্রতিবাদে ফেসবুক ও গুগল থেকে বিজ্ঞাপন প্রত্যাহার করবে নিউজিল্যান্ডের বড় কয়েকটি প্রতিষ্ঠান।

গত শুক্রবার (১৫ মার্চ) হামলার পর থেকেই ফেসবুক ও গুগল থেকে ডিজিটাল বিজ্ঞাপন স্থগিত করেছে এএসবি, লোটো, বার্গার কিং, স্পার্কসহ কয়েকটি কোম্পানি। প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, হামলা সরাসরি সম্প্রচার হওয়ার কারণে মানসিক ক্ষতি হয়েছে। বিজ্ঞাপনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, তা নিয়ে কথা বলেছেন তারা। সূত্র: এনডিটিভি