ফের দিল্লির আকাশ অন্ধকারাচ্ছন্ন

ফের দিল্লির আকাশ অন্ধকারাচ্ছন্ন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর মধ্যে ভারতের রাজধানী দিল্লির অবস্থান উপরের দিকেই। বছরের অধিকাংশ সময়ই শহরটির আকাশ ধুলায় আচ্ছন্ন থাকে। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি সম্পূর্ণ রূপে পাল্টে যায়।

লকডাউন জারি করায় যানবাহন থেকে শুরু করে সব ধরনের শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ধুলার পরিমাণ কমে যায় এবং দিল্লির আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু সেই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলো না। আবারও ভারতের রাজধানীর আকাশ ধুলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে।

মঙ্গলবার টানা সপ্তম দিনের মতো নগরীর বায়ু মানের সূচক সবচেয়ে নিম্নতম জোনে অব্যাহত আছে।
নয়াদিল্লির জ্বালানি, পরিবেশ ও জল বিষয়ক কাউন্সিলের প্রোগ্রাম সহযোগী তনুশ্রী গাঙ্গুলি জানায়, সেপ্টেম্বরের শুরু থেকেই শহরে দূষণের মাত্রা পার্টিকুলেট ম্যাটারে (পিএম) ২ দশমিক ৫ ঘনত্ব করে বাড়ছে।