ফুলের দোকানে দৈনিক ক্ষতি আড়াই লাখ টাকা

ফুলের দোকানে দৈনিক ক্ষতি আড়াই লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কথিত ‘লকডাউনে’ বন্ধ ফুলের দোকানগুলোতে প্রতিদিনের ক্ষতির অঙ্ক ছুঁয়েছে আড়াই লাখের ঘর।
গত সোমবার রাজধানীর শাহবাগের ফুলের দোকানগুলোর সামনে গেলে দেখা যায়, জনমানবশূন্য দোকানগুলোতে ঝুলছে অনেক ফুল। তবে ক্রেতা-বিক্রেতা না থাকা দোকানের ফুলগুলো থেকে পচা গন্ধ বের হচ্ছে।

শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির তথ্য মতে, শাহবাগ মোড় থেকে শিশু পার্কের গেট ও শাহবাগ থানা গেট পর্যন্ত সব মিলিয়ে ফুলের দোকান রয়েছে ৫১টি। গত ২৬ মার্চ থেকে যার সবগুলোই এখন বন্ধ।

খোলা থাকা অবস্থায় প্রতিটি দোকানে প্রতিদিন কমপক্ষে ৫ হাজার টাকার ফুল বিক্রি হতো। সে হিসেবে প্রতিদিন আড়াই লাখ টাকার ফুল বিক্রি হতো। ২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকায় ইতোমধ্যেই সব মিলিয়ে সাড়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকার কারণে এ ক্ষতির অঙ্ক দাঁড়াবে ২৫ লাখ টাকা।

এ বিষয়ে শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের এখানে ৫১টি ফুলের দোকান রয়েছে। যার প্রতিটিতে দৈনিক কমপক্ষে পাঁচ হাজার টাকার ফুল বিক্রি হতো। মানে বন্ধ থাকার কারণে প্রতিদিনি আড়াই লাখ টাকার ক্ষতি হবে।