প্লেনের গতিতে ওড়ে যেসব পাখি!

নিউজ ডেস্ক: পৃথিবীতে এমন কিছু পাখি যারা প্লেনের মতো গতিতে উড়তে সক্ষম। আবার এমন পাখিও আছে যারা একদিনে উড়তে সক্ষম ১১শ কিলোমিটার। আজ জেনে নেওয়া যাক বিশ্বের ৫ আশ্চর্য গতির পাখির কথা, যাদের কেউ কেউ প্লেনের মতো দ্রুতগতিতে আকাশপথে ছুটতে পারে-
ক্যানভাসব্যাক: পানির পাখি হলেও উড়তে বেশ পটু এরা। ৩৪ ইঞ্চি দৈর্ঘ্যের ডানা এদের ওড়ার অন্যতম রহস্য। এরা ১১৭.৫০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এরা পরিযায়ী পাখি। শীতে এরা অন্য দেশে পাড়ি জমায় ভি আকৃতিতে দলবেঁধে উড়ে।

গ্রে হেডেড অ্যালবাট্রস: দক্ষিণ মহাসাগরের দক্ষিণ আটলান্টিক সাগরের পাখি গ্রে হেডেড অ্যালবাট্রস। ২.২ মিটার পাখা নিয়ে এরা ঘণ্টায় ১২৭ কিলোমিটার গতিতে উড়তে পারে।

রেড ব্রেস্টেড মার্গ্যান্সার: উত্তর আমেরিকা ও ইউরোপের স্বচ্ছপানির লেকের পাখি লালবুক মার্গ্যান্সার। পরিযায়ী এ পাখিটি প্রায় আড়াই ফুটের ডানা নিয়ে উড়তে পারে ১৩০ কিলোমিটার গতিতে।

স্পার উইংঙ্গড গুজ: আফ্রিকার নিরাভূমির হংস প্রজাতির পাখি স্পার উইংঙ্গড গুজ। ৩০ থেকে ৪৫ ইঞ্চি লম্বা ডানা নিয়ে এরা ১৪১ কিলোমিটার বেগে উড়তে পারে। হংস প্রজাতির পাখির মধ্যে এরাই সবচেয়ে গতিসম্পন্ন পাখি।

ফ্রিগেড বার্ড: বড় প্রজাতির এক ধরনের সামুদ্রিক পাখি ফ্রিগেড বার্ড। দেশের ওজন অনুযায়ী এরাই সবচেয়ে বড় ডানার পাখি। এদের পাখার দৈর্ঘ্য ২.৩ মিটার। উড়তে পারে ১৫২ কিলোমিটার বেগে। ফ্রিগেডের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এরা টানা এক সপ্তাহ আকাশে ভাসতে পারে।