প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানোর প্রতিশ্রতি ১৭০ দেশের

আন্তর্জাতিক ডেস্ক : ২০৩০ সালের মধ্যে প্লাস্টিক পণ্যের ব্যবহার ‘উল্লেখযোগ্য পরিমাণ’ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের ১৭০টি দেশ।

কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক পরিষদের পাঁচ দিনের বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ বিষয়ক মন্ত্রী, বিজ্ঞানী ও ব্যবসায়ীসহ চার হাজার ৭০০ এর বেশি প্রতিনিধি অংশ নেন।

পরিষদে ২০২৫ সালের মধ্যে প্লাস্টিকের একক ব্যবহার বন্ধের একটি প্রাথমিক প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এতে আপত্তি জানায়।

প্রতি বছর বিশ্বের সমুদ্রগুলোতে বছরে ৮০ লাখ টনেরও বেশি প্লাস্টিক প্রবেশ করে।

ভোটাভুটির জাতিসংঘের পরিবেশ বিষয়ক পরিষদের প্রেসিডেন্ট সিম কিসলার সাংবাদিকদের বলেন, ‘সব সদস্য রাষ্ট্রের জন্য একক সমাধান বের করা মুশকিল। পরিবেশ এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে অবস্থান করছে। আমাদের বাগাড়ম্বরপূর্ণ কাগজপত্রের প্রয়োজন নেই, প্রয়োজন সুনির্দিষ্ট প্রতিশ্রুতির।’

বৈঠকে খাদ্য অপচয় কমিয়ে আনা এবং নতুন নিয়ম-কানুনের উন্নয়নকালে আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয়ে একাধিক প্রতিশ্রুতিতে স্বাক্ষর হয়েছে।