প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরিচালনার নির্দেশ

সচিবালয় প্রতিবেদক : প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম (শিখন ও শেখানো) পরিচালনার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) জসীম উদ্দিন আহাম্মেদ ও উপপরিচালক (প্রাক-প্রাথমিক) মহিউদ্দিন আহমেদ তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় প্রাথমিক উন্নয়ন কর্মসূচির (সিইডিপি-৩) আওতায় অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষককে ১৫ দিনব্যাপী প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যা চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচিতে (সিইডিপি-৪) চলমান রয়েছে।

এতে আরো বলা হয়, প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দৈনিক রুটিনে অন্তর্ভুক্ত করে প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে অনুরোধ করা হলো।