প্রবৃদ্ধি কমে গেছে ভারতের ২০১৮-১৯ অর্থবছরে

আন্তর্জাতিক ডেস্ক : সাত ধাপের সাধারণ নির্বাচনের জন্য ভারত এখন জোর প্রচারণায় ব্যস্ত। এ পরিস্থিতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে, গত অর্থবছরে (২০১৮-২০১৯) দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে , ফকির হওয়ার পথে ভারত।

রিপোর্টটি প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যাফেয়ার্স। এতে বলা হয়েছে, প্রাইভেট ভোক্তা হ্রাস, সুনির্দিষ্ট বিনিয়োগের ধীর বৃদ্ধি এবং নিরব রফতানির কারণে এই প্রবৃদ্ধি কমে গেছে।

অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যথাক্রমে ৮% ও ৭% এ কমিয়ে এনেছে সরকার। আগে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮.২% ও ৭.১%।

রিপোর্টে স্বীকার করা হয়েছে যে, খামার খাতে প্রবৃদ্ধি কমছে এবং এটাকে উল্টা দিকে ফেরাতে গেলে কঠিন পরিশ্রম করতে হবে। এতে আরও বলা হয়েছে যে, টেকসই শিল্প প্রবৃদ্ধি অর্জন করাটা হবে একটা চ্যালেঞ্জ।

রিপোর্টে আরও বলা হয়েছে, খুচরা বাজারে অব্যাহত মূল্যস্ফীতিও একটা বড় উদ্বেগের বিষয়। সেই সাথে রয়েছে মুদ্রার মান কমে যাওয়ার সমস্যা, যেটা রফতানির জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।