পোড়াবস্তিতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তিতে আগুন লেগেছে। তবে এক ঘণ্টার প্রাণান্ত চেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের তৎপরতায় বেলা সোয়া ১১টার দিকে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। পোড়াবস্তি উচ্ছেদ নিয়ে বৃহস্পতিবার থেকে সৃষ্ট উত্তেজনার মধ্যে রহস্যজনকভাবে এ অগ্নিকাণ্ড ঘটলো।

ফায়ার সার্ভিস মিরপুর ইউনিটের সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল আরেফীন জানিয়েছেন, আগুনের খবর পেয়ে তারা ২টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য আসেন। কিন্তু কিছু উচ্ছৃঙ্খ্ল জনতার বাধার মুখে তারা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিরাপত্তা দিয়ে তাদের ভেতরে নিয়ে যায়। বাংলা কলেজের দিকের ফটক দিয়ে তারা ভেতরে ঢুকে প্রায় একঘণ্টা চেষ্টার পর সোয়া ১১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাত দিয়ে ওই সিনিয়র অফিসার জানান, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বস্তিতে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে কে বা কারা আগুন লাগাতে পারে এ ব্যাপারে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।