পোশাক শিল্পের করপোরেট কর কমছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: পোশাক কারখানার মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই খাতের করপোরেট কর কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার বস্ত্র খাতের সংগঠন বিজিএমইএ’র ভবনে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ একথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসায়ীদের সবসময় সুযোগ-সুবিধা দিয়ে থাকে। কিছুদিন আগেও অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠকে করপোরেট ট্যাক্স কমানোর প্রস্তাবে সায় দিয়েছেন অর্থমন্ত্রী।

“করপোরেট ট্যাক্স, যেটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছিল, সেটা কমিয়ে আনার ব্যাপারে অনুমোদন হয়েছে, নীতিগতভাবে তিনি (অর্থমন্ত্রী) সম্মতি দিয়েছেন। আশা করি, খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়িত হবে,” বলেন বাণিজ্যমন্ত্রী।

২০১৪-১৫ অর্থবছর থেকে তৈরি পোশাক শিল্পে ৩৫ শতাংশ হারে করপোরেট কর আদায় করা হচ্ছে। এর আগে ২০০৫ থেকে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত সরকার ‘বিশেষ বিবেচনায়’ এই কর হার ১০ শতাংশে রেখেছিল।

শিল্পের ‘সক্ষমতা’ বেড়েছে বিবেচনায় অন্যান্য খাতের মতো তৈরি পোশাক শিল্পও ৩৫ শতাংশ করপোরেট করের আওতায় আসে।

ফাইল ছবি ফাইল ছবি অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়, বিজিএমইএ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) উদ্যোগে চলমান দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের মাঝে সনদ, প্রশিক্ষণ ভাতা ও চাকরির নিয়োগপত্র বিতরণ করেন মন্ত্রী।