পুলিশকে আরও কঠিন হতে হবে : ডিআইজি আনোয়ার

পুলিশকে আরও কঠিন হতে হবে

নোয়াখালী সংবাদদাতা: পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, পুলিশের যে সদস্য আছে তা দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। পুলিশকে আরও কঠিন হতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করা চলবে না। সভ্য জাতি হিসেবে নিজেকে পরিচয় দিতে হলে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ফাজিল মাদরাসা মাঠে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আনোয়ার হোসেন আরও বলেন, সচেতনতার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। যেন একলাসপুরের মতো ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। নতুন করে বেগমগঞ্জ থানায় ওসি দেয়া হয়েছে। তার কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করবো।

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে ও বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।