পিকে হালদারসহ ১০ আসামিকে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৬ হাজার ৮০ কোটি টাকা লেনদেনের মামলায় প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১০ আসামিকে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেয়।

মামলার অন্যান্য আসামিরা হলো- পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

গত ২৭ মার্চ তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। বুধবার পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর গেজেট বিজ্ঞপ্তির এ আদেশ এলো। আগামী ৭ জুলাইয়ের মধ্যে বিজি প্রেসকে এ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।

২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।