পশ্চিমা বিশ্বে পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা প্রতিবছর কমছে

আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিমাদেশগুলোতে দিন দিন জনসংখ্যা কমছে।এতে দুশ্চিন্তায় সরকারগুলো। সন্তান জন্মদানকে উৎসাহ করতে নানা প্রণোদনা দেওয়া হচ্ছে।
জন্মহার কমে যাওয়ায় বিভিন্ন বিষয়ের উপর গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীরা।সম্প্রীতি পুরুষের স্পার্মের উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, পশ্চিমা বিশ্বে পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা প্রতি বছর দুই শতাংশ করে কমছে ।

বিজ্ঞানীদের মতে, পশ্চিমা দেশের পুরুষদের জীবনধারা, মোটা হয়ে যাওয়া, শরীরচর্চার অভাব, টিভির সামনে বেশি সময় বসে থাকা – ইত্যাদি কারণে তাদের শুক্রাণুর মান কমে যাচ্ছে।