পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন সম্পন্ন হবে দেড় বছরে -পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, আগামী ১ জানুয়ারি থেকে দেড় বছরের মধ্যে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন সম্পন্ন করা হবে।

তিনি বলেন, পর্যটন উন্নয়নের মহা-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আমরা পরামর্শক নিয়োগ প্রায় সম্পন্ন করেছি। পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন সম্পন্ন হওয়ার পর সেখানে থাকা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশের পর্যটন উন্নয়নের স্বার্থে তা যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত “পর্যটন ও কর্মসংস্থান” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন মহাপরিকল্পনা অনুসারে কাজ করলে বাংলাদেশের পর্যটন খাতের গুণগত ও আঙ্গিকগত পরিবর্তন সাধিত হবে এবং তা আমাদের পর্যটন শিল্পের বিকাশে সহায়ক হবে। পর্যটন শিল্পের গুণগত পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে পর্যটন মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, কক্সবাজার ও সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় আমরা “এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন” গড়ে তোলার জন্যে কাজ করছি।