পর্তুগালে আ.লীগ বিএনপি সংঘর্ষে নিহত এক

মিয়ানমারে সেনা, বিদ্রোহী সংঘর্ষে শিশু নিহত

নিউজ ডেস্ক :পর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। লিসবনের বাংলা মার্কেটখ্যাত মার্টিম মনিজে গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাত অনুযায়ী, পূর্বশত্রুতার জের ধরে পর্তুগাল বিএনপি সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে দুই দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী।

জড়িতদের গ্রেফতারে রোববার রাত থেকে অভিযান চালাচ্ছে পর্তুগিজ পুলিশ। উভয় পক্ষের জড়িতরা এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়ে রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে লিসবনের বাঙালি পাড়ায় পুলিশি তত্পরতা বেড়েছে।