পবিত্র রমজানে দ্রব্যমূল্য ৫০% কমাবে সংযুক্ত আরব আমিরাত

আসন্ন রমজানে সর্বোচ্চ চাহিদা রয়েছে, এমন পণ্যের দাম অর্ধেকে নামিয়ে আনবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। সম্প্রতি আরব উপদ্বীপটির অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

সংযমের মাসে শাকসবজি ও ফলমূলের মতো জরুরি পণ্যগুলোর যেন কোনো সংকট তৈরি না হয়, মূলত সে লক্ষ্যেই দ্রব্যমূল্য কমানোর সিদ্ধান্তটি নেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিষয়ক পরিচালক ড. হাশিম আল নুয়াইমির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এ কথা জানিয়েছে।

ড. হাশমি সম্প্রতি আবুধাবিতে খুচরা বিক্রেতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসময় তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের তুলনায় গত বছরের রমজানে খুচরা বিক্রি ২০ শতাংশ বেড়েছে। তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরব আমিরাতের খুচরা দোকানগুলোয় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে ফেলা হবে।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস। মুসলমানরা সিয়াম সাধনা, ধর্মীয় ভাবগাম্ভির্যতা ও সংযমের সঙ্গে মাসটি পালন করেন। উল্লেখ্য, সিয়াম ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম।