পদ্মায় ধরা পড়ল ২৯ কেজি ওজনের বাঘাইড়, দাম ৩৩ হাজার

রাজবাড়ী প্রতিনিধি: নদীর পানি কমতে থাকায় দে‌ৗলতদিয়া ঘাটের অদূরের পদ্মা নদীতে বিশাল আকৃতির (২৯ কেজি) এক বাঘাইড় মাছ ধরা পড়েছে। জেলে জয়নাল সরদারের জালে ধরা পড়ে মাছটি। বিক্রি হয়েছে ৩৩ হাজার টাকায়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়ৎ থেকে ১০৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পড়ে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১১৫০ টাকা কেজি করে ৩৩ হাজার ৩৫০ টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এখন প্রায়ই নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। আজও জাল ফেললে জেলে জয়নাল সরদারের জালে ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়ৎ থেকে ৩০ হাজার ৪৫০ টাকায় তিনি মাছটি কিনে নেন। দুপুর ১২টার দিকে ৩৩ হাজার ৩৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।

এ সময় অন্যান্য জেলেদের জালে পাঙাশসহ অন্যান্য মাছ ধরা পড়ে বলে জানান তিনি।