ভারতের নৌবাহিনী কর্মকর্তাদের স্ত্রী অদল-বদল, তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউজ নাইন২৪, ডেস্ক: ভারতের নৌবাহিনী কর্মকর্তাদের স্ত্রী অদল-বদলের ক্যালেঙ্কারির ঘটনায় বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

এক নৌ অফিসারের পরিত্যক্তা স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেয়।

কেরল পুলিশের একজন ডিআইজির নেতৃত্বে বিশেষ তদন্ত টিম গঠন করে তিন মাসের মধ্যে এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

২০১৩ সালে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ওই নারীর স্বামীসহ নৌবাহিনীর আরও তিন অফিসার এবং তাদের একজনের স্ত্রী এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

সুপ্রিম কোর্টের বিচারক টিএস ঠাকুর, আর ভানুমতি ও ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ এই মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে জানিয়েছেন, ব্যতিক্রমী ক্ষেত্রেই একমাত্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করবে।

বিচারপতি ভানুমতী বলেন, এই ঘটনার পূ্র্ণাঙ্গ বিশ্লেষণ করে দেখা গেছে- রাজ্য পুলিশ বা বিশেষ তদন্তকারী দলেই আস্থা রাখা যায় এই ঘটনার তদন্তের ক্ষেত্রে।

এই মামলায় প্রভাব খাটাতে পারেন অভিযুক্ত ব্যক্তিরা। সেই প্রেক্ষিতে অভিযোগকারিনী দাবি করেছিলেন, মামলাটি কেরল হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। ওই আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।