নেপালের পেঁয়াজ বাজার চীনের দখলে

পেঁয়াজ আমদানি বন্ধ রাখার নতুন আইন হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের বাজারে ভারতীয় পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বেড়ে পর থেকে গত কিছু দিন ধরে চীনা পেঁয়াজ বিক্রি করছেন কাঠমান্ডুর শঙ্খমুল এলাকার সবজি বিক্রেতা উমেশ প্রসাদ গুপ্ত।

পেঁয়াজের জন্য নেপাল ব্যাপকভাবে ভারতের উপর নির্ভরশীল। কারণ সামান্য স্থানীয় উৎপাদন দেশের চাহিদা মেটাতে পারে না।

২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই হিমালায়ান দেশটিতে এর দাম বাড়ছে এবং তখন থেকে সেখানে চীনের পেঁয়াজ প্রবেশ শুরু হয়।

ভারতীয় পেঁয়াজের চেয়ে চীনের পেঁয়াজ সস্তা। তবে চীনা পেঁয়াজের স্বাদ ভিন্ন হওয়ায় এখনো ক্রেতাদের কাছে তা জনপ্রিয় নয়। কিন্তু রেস্টুরেন্টগুলোতে এই সস্তা পেঁয়াজের চাহিদা বেশি।

নেপালের শুল্ক কর্মকর্তারা জানান যে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর থেকে নেপালের ব্যবসায়ীরা চীন থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন।

কর্মকর্তারা জানান যে ভারতীয় পেঁয়াজ বন্ধ হওয়ার আগে চীন থেকে কোন পেঁয়াজ আনা হতো না। কিন্তু সাম্প্রতিক সময়ে নেপালে ২৩৮.৫৮ টন চীনা পেঁয়াজ আমদানি করা হয়েছে।