নির্বাহী পরিচালকদের ৭ শতাংশ বেতন কমাচ্ছে এইচএসবিসি

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: এইচএসবিসির নির্বাহী পরিচালকদের জন্য একটি নতুন বেতন কঠামোর প্রস্তাব ব্যাংকটির শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছেন। এর মাধ্যমে পরিচালকদের সর্বোচ্চ আয় ৭ শতাংশ কমে যাবে। খবর বিবিসি।

গত শুক্রবার এইচএসবিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পরিচালকদের পেনশন ভাতার পরিমাণ মূল বেতনের ৩০ শতাংশে নামিয়ে আনতে একটি প্রস্তাব আনা হয়। বর্তমানে পরিচালকরা মূল বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পেয়ে থাকেন। এক বিবৃতিতে এইচএসবিসি জানিয়েছে, নতুন প্রস্তাবনায় আইনগত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হয়েছে।

২০১৫ সালের জন্য এক্সিকিউটিভস পে অ্যাওয়ার্ডস প্রদানের পরিকল্পনা ৯৬ শতাংশ শেয়ারহোল্ডারের সমর্থন পেয়েছে। অবশ্য চলতি সপ্তাহের শুরুতে পেনশন অ্যান্ড ইনভেস্টমেন্ট রিসার্স কনসালট্যান্ট জানায়, এক্সিকিউটিভস পে অ্যাওয়ার্ডের পরিমাণটি মাত্রাতিরিক্ত হয়ে পড়েছে।

এক বিবৃতিতে এইচএসবিসির বেতন কমিটির চেয়ারম্যান স্যাম লেইড’ল বলেছে, ‘কাজ ভালো হলে পুরস্কার দিতে হবে। আর সবকিছু ঠিকঠাক না চললে জরিমানা গুনতে হবে। কমিটি এটাই বিশ্বাস করে।’

এদিকে একটি পরার্শক প্রতিষ্ঠান ২০১৫ সালের বেতন প্রতিবেদন প্রত্যাখ্যান করার জন্য শেয়ারহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়েছে।

গত বছর ইউরোপের বৃহত্তম ব্যাংকটির বোনাস পুলের আকার ৪৩ কোটি ২০ লাখ ডলার কমানো হয়।