নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং চট্টগ্রামে

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে বর্ষণের কারণে নগরে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ের মাটি প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঝুঁকিপূর্ণ এলাকার ঘরে ঘরে গিয়ে দুর্ঘটনা হলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা  এবং মাইকিং করছেন। পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রসমূহে আশ্রয় নেওয়া লোকজনদের সুবিধা-অসুবিধা নিয়ে আলাপ করছেন।

জানাগেছে, নগরের মতিঝর্ণা, বাটালি হিল, ডেবার পাড়, আকবর শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ষোলশহর, জালালাবাদ আবাসিক, চট্টগ্রাম পলিটেকনিক, সাউদার্ন মেডিকেল কলেজ, বায়েজীদ এলাকার পাহাড়ে অসংখ্য পরিবার ঝুঁকির মধ্যে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে।