নিবার্চনে সিদ্ধান্ত নিতে সন্ধ্যায় বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার রাতে বৈঠক ডেকেছে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে নেতারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে বলেন, ‘সন্ধ্যায় আমাদের দলের স্থায়ী কমিটির সভা আছে। সেখানে দলের নীতিনির্ধারকদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আলমগীর এ কথা বলেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল লতিফ, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন-অর রশীদ, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল, নির্বাহী কমিটির সদস্য আসিফা আশরাফি পাপিয়া, আলমগীর হোসেন, ইয়াসিন আলী, বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খানসহ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতারা।