নিজস্ব ডিজাইনের ফাস্ট এ্যাটাক ক্রাফট (মিসাইল)-৪ উদ্বোধন করলো পাকিস্তান

Pakistan launches Fast Attack Craft (Missile) - 1

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নৌবাহিনী তার প্রথম নিজস্ব ডিজাইন করা ফাস্ট এ্যাটাক ক্রাফট (মিসাইল) বা এফএসি(এম)-৪ উদ্বোধন করেছে। করাচি শিপইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই যুদ্ধ জাহাজ তৈরি করে।

এ উপলক্ষে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী জোবাইদা জালাল।

স্টেট-অব-আর্ট, মাল্টি-মিশন ভেসেল, এফএসি (এম)-৪ হলো ৬৩ মিটার লম্বা ৫৬০ টনি জাহাজ। চারটি শ্যাফটের শক্তিতে এটি চলে। এর গতি ঘন্টায় ৩০ নট। দেশে তৈরি জাহাজ-বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ও সেন্সর সংযুক্ত করা হবে এই জাহাজে।

স্থানীয় মেরিটাইম টেকনলজিস কমপ্লেক্স এই জাহাজের ডিজাইন করেছে।

অনুষ্ঠানে বক্তব্যকালে মন্ত্রী জালাল বলেন যে এই মিসাইল ক্রাফট কার্যকরভাবে দেশের সমুদ্র সীমা রক্ষায় সক্ষম হবে।