নবীনবরণ ও বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত ঢাবি’র সমাজকল্যাণে

মুহম্মদ জিয়াউল হক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটে ১ম বর্ষের নবীন বরণ ও মাস্টার্স সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ।

ইন্সটিটিউটের জনপ্রিয় উপস্থাপক ড. শেখ তৌহীদুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালণা করেন। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান।

১ম বর্ষেরর শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, এবং অধ্যাপক ড. মাহবুবা সুলতানা।ঢাবি-সমাজকল্যান-নবী-নবরন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম রব্বানী, সহযোগী অধ্যাপক হাফিজ উদ্দীন ভূইয়া, সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ শাহীন খান, সহযোগী অধ্যাপক ড. মো: ফজলে খোদা, সহযোগী অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাঈনউদ্দীন মোল্লা, সহকারী অধ্যাপক আশরাফুল আলম, সহকারী অধ্যাপক মো: তৌহিদুল হক এবং প্রভাষক সাইদুর রহমান।

তাছাড়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পদচারণায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নবীন বরণ অনুষ্ঠানে প্রথম বর্ষের দু’জন শিক্ষার্থী মানপত্র পাঠ করে শুনায় এবং তা পরিচালক বরাবর হস্তান্তর করে।