নওগাঁয় ২ হাজার কোটি টাকার আম বিক্রির টার্গেট

নওগাঁ সংবাদদাতা: নওগাঁয় এবার তিন লাখ ৬৮ হাজার ৪৩৫ টন আম উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আমের ব্যাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নওগাঁর বাজারে স্থানীয় গুটি জাতের আম আসতে শুরু করেছে। বুধবার জেলার ১১টি উপজেলায় গুটি বা স্থানীয় জাতের আমপাড়া ও বিক্রয়ের মধ্যদিয়ে এ বছরের আম সংরক্ষণ ও বিপণন কার্যক্রম শুরু করেন চাষি ও ব্যবসায়ীরা।
এ বছর জেলায় ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে ১২.৫০ টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন লাখ ৬৮ হাজার ৪৩৫ টন। এই পরিমাণ আম বিক্রয় থেকে দুই হাজার কোটি টাকা আয় হবে বলছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া গত বারের চেয়ে জেলায় এবার তিন হাজার ৬২৫ হেক্টর জমিতে আমচাষ বেশি হওয়ায় উৎপাদন অন্য যেকোনও সময়ের রেকর্ড ভাঙবে বলে মনে করছেন চাষি ও ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ বলেন, নওগাঁয় আম চাষ দিন দিন লাভজনক হয়ে উঠছে। তাই নওগাঁর চাষিরা ধানের পাশাপাশি আম চাষে আগ্রহী হয়ে উঠছেন। বুধবার থেকে গুটি আম বা স্থানীয় জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হলো এ বছরের আম সংরক্ষণ ও বিপণনের তাজ। ১০-১৫ দিন পর পর বিভিন্ন জাতের আম বাজারে আসবে বলে তিনি জানান।