ধর্মীয় শিক্ষা থেকে সরে যাওয়ায় শিশু হত্যা বেড়েছে – ঢাবি উপাচার্য

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: ধর্মের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ায় শিশু নির্যাতন, হত্যা বেড়েছে। আবার ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেও অনেক অধর্ম কাজ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সুফি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, কোনো ধর্মই মানুষের অকল্যাণের কথা বলেনি। মানুষ ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করে অকল্যাণ, শিশু হত্যার মতো জঘন্য কাজ করছে।

এসময় সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবেলায় তিনি সুফিদের এগিয়ে আসার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী একাডেমির সচিব এ এন এম এ মোমিন, প্রধান গবেষক ড. সেলিম জাহাঙ্গীর।