দাম কমেছে আটা-ময়দার, বেড়েছে ডিম-আলুর

দাম কমেছে আটা-ময়দার, বেড়েছে ডিম-আলুর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে একের পর এক পণ্যের দাম কমছে। ব্রয়লার মুরগি, এলাচ, পেঁয়াজ, রসুন, আদা, মসুর ডাল, চিনির পর এখন কমেছে আটা ও ময়দার দাম। এর মাধ্যমে ঈদের পর ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমল। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঈদের পর আটা ও ময়দার দাম কমার তথ্য দিয়েছে খুচরা ব্যবসায়ীরাও। রামপুরার মুদি এক ব্যবসায়ী বলেন, ঈদের পর ময়দার দাম কেজিতে পাঁচ টাকা কমেছে। আগে যে ময়দা ৪৫ টাকা কেজি বিক্রি হয়েছিল তা এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ৩২ টাকার আটা ২৮ টাকায় বিক্রি হচ্ছে।

বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমলেও ঈদের পর ছোলা, ডিম ও আলুর দাম বেড়েছে বলে জানিয়েছে টিসিবি।