দাবানলের পর অস্ট্রেলিয়ার ১১৩ প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে

১১৩ প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে

আন্তর্জাতিক ডেস্ক :  সাম্প্রতিক দাবানলের পর বিলুপ্তি হওয়ার পথে এমন ১১৩টি প্রজাতির প্রাণী শনাক্ত করেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে বেশিরভাগ প্রজাতিই তাদের ৩০ শতাংশ বাস্তুতন্ত্র হারিয়েছে।

অস্ট্রেলিয়ায় গত বছরের সেপ্টেম্বর শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির প্রায় ১০০ কোটি প্রাণী প্রাণ হারিয়েছে। অসংখ্য গাছ পুড়েছে, হাজার হাজার বনভূমি উজাড় হয়েছে, ভস্মীভূত হয়েছে কয়েক হাজার বাড়িঘর।

সরকার গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, কয়েকটি প্রজাতির বেশিরভাগ আবাসস্থল ধ্বংস হওয়ায় সেগুলো বিলুপ্তির মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

অস্ট্রেলীয় সরকারের বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, সর্বমোট ২২ প্রজাতির চিংড়ি, ২০ প্রজাতির উভচর, ১৯ প্রজাতির স্তন্যপায়ী, ১৭ প্রজাতির মাছ এবং পাঁচ প্রজাতির অমেরুদ-ি প্রাণী শনাক্ত করা হয়েছে।