তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশ

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত ফ্রান্স, সুইডেন, স্পেন ও যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।

বরফের চাদরে ঢাকা পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তাঘাট। বৈরি আবহাওয়ায় দেশটির উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।
সুইডেনে গত ১০ বছরের রেকর্ড ভাঙা তুষারপাত হয়েছে। গত কয়েক দিনে ৫০ থেকে ৭০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

এদিকে, তুষারঝড় ফিলোমেনা আঘাত হানার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভোগান্তি কমেনি স্পেনের রাজধানী মাদ্রিদে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় এখনও শহরের বেশিরভাগ পথঘাট ঢেকে আছে বরফে। গাছ উপড়ে রাস্তায় পড়ে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল।

যুক্তরাজ্যের লন্ডনে অতিরিক্ত শীতের কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।