‘তিতলি’র আঘাতে বিধ্বস্ত ভারত

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার পর ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতীয় উপকূলে আঘাত হানে। ভারতের অন্ধ প্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় প্রচণ্ড শক্তির এ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়টির বাতাসের গতিবেগ রেকর্ড হয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার পর্যন্ত।
ভারতের আবহাওয়া অফিস জানায়, অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলায় আঘাত হানার সময় ‘তিতলি’র গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত। 
অন্ধ্র প্রদেশে আঘাত হানার পর এটি উত্তর দিকে উড়িষ্যার গানজাম জেলায় আছড়ে পড়ে। এ সময় এর তীব্রতা কিছুটা কমে যায়। সেসময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার পর্যন্ত।