ঢাবির ফজলুল হক মুসলিম হল সংসদের কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ শামসুর রহমান

ঢাবির ফজলুল হক মুসলিম হল সংসদের কোষাধ্যক্ষ হলেন মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান।

দীর্ঘ ২৮ বছর পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ফজলুল হক মুসলিম হল সংসদের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয় মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান কে। গত ২৩শে মার্চ ২০১৯, শনিবার ফজলুল হক মুসলিম হলের প্রথম কার্যদিবস অনুষ্ঠিত হয়। উক্ত কার্যদিবসে তিনি হল সংসদের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন।

সংসদে উপস্থিত ছিলেন উক্ত হল সংসদের সভাপতি ও প্রভোস্ট অধ্যাপক ড. অলিউর রহমান এবং হল সংসদের ভিপি, জিএস সহ সকল সম্পাদক ও সদস্যবৃন্দ। ড. মোহাম্মদ শামসুর রহমান মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক এবং একই সাথে উক্ত হলের ডিবেটিং ক্লাব এর মডারেটর ও বাঁধনের উপদেষ্টা শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রবান্ধব শিক্ষক ও সফল গবেষক হিসেবে পরিচিত।