ঢাকামুখী মানুষের স্রোত

নিজস্ব প্রতিবেদক: গার্মেন্টসসহ আরও বেশকিছু কলকারখানা খোলার সংবাদে দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমজীবি মানুষের স্রোত যাচ্ছে ঢাকার দিকে। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট যানবাহন করে, পায়ে হেঁটে ঢাকার দিকে যাচ্ছেন হাজার হাজার মানুষ। রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তাদের এই ফিরতি ভ্রমনের ভোগান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে।

ঢাকামুখী পর্যাপ্ত যানবাহন না পেয়ে চরম বেকায়দায় পড়েছেন তারা। পায়ে হেঁটেই ঢাকার দিকে যাচ্ছেন অনেকেই। গার্মেন্টস শ্রমিকরা জানান, ৫ তারিখ থেকে গার্মেন্টস খুলবে। আগেই ঢাকায় যেতে গার্মেন্টস থেকে বলা হয়েছে। সে কারণে কষ্ট করেই রওনা হয়েছেন তারা। যেতে না পারলে চাকরি চলে যাবে বলে জানান তারা।

পুলিশ সূত্রও জানিয়েছে, গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) সকাল থেকেই হাজার হাজার মানুষ স্রোতের মতো ঢাকার দিকে যাচ্ছে। অনেকে যানবাহন না পেয়ে হেঁটেই যাচ্ছেন।