ডিগ্রি নেয়া অদক্ষ জনবলের দরকার নেই -প্রতিমন্ত্রী

মেহেরপুর সংবাদদাতা: দেশের উন্নয়নে শিক্ষিত জাতি গঠনে প্রয়োজন সুশিক্ষায় শিক্ষিত হওয়া এবং নিজেকে দক্ষ করে গড়ে তোলা। সর্বোচ্চ ডিগ্রি নিয়েও নির্ভুল একটি চিঠি লিখতে না পারার মতো অদক্ষ শিক্ষিত জনবলের দরকার নেই।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গতকাল বৃহস্পতিবার সাত দিন ব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পুঁথিগত শিক্ষার উন্নয়নে দক্ষতা ও যোগ্যতা দিয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে তুলতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। কারিগরি শিক্ষায় অভিজ্ঞ মানুষের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায়। ২০০৮ সালে এই সরকারকে নির্বাচিত করা হয়েছিল বলেই সবদিক থেকে এখন আমাদের জীবনমান বেড়েছে।