ডিএনসিসির নতুন ওয়ার্ডে বসছে এলইডি বাতি

নিজস্ব প্রতিবেদক:বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকনএপ্রিলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্ধিত এলাকার সড়কগুলোতে এলইডি বাতি বসানো হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘এরইমধ্যে বর্ধিত ওয়ার্ডগুলোর ১৯০ কিলোমিটার সড়কে ছয় হাজার ৬০০ এলইডি বাতি বসানো হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এসব বাতি জ্বালানো হবে।’

ডিএসসিসি’র বর্ধিত এলাকার জন্য ১০ হাজার এলইডি বাতি প্রয়োজন হবে। দুই মাসের মধ্যে এসব এলাকা এলইডি বাতির আলোয় আলোকিত হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর কোনাপাড়া এলাকায় ডিএসসিসির নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়।ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘নবগঠিত ওয়ার্ডগুলোর রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। এরইমধ্যে রাস্তার ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে সব কাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘ডিএসসিসিভুক্ত ওয়ার্ডগুলো নিয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। যাত্রাবাড়ী থেকে দক্ষিণখান পর্যন্ত ৪০০ ফুট রাস্তা হবে। আগামী ১০ বছরের মধ্যে গুলশান-বনানীর সঙ্গে নবগঠিত ওয়ার্ডগুলোর কোনও পার্থক্য থাকবে না। আমরা তিন ধাপে কাজ করবো। এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে আমাদের পরবর্তী প্রজন্ম আধুনিক সুবিধা পাবে।’

এসময় স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দক্ষিণ মহানগর আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, নবনির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।