ট্রেন দুর্ঘটনার কারণ তুলে ধরলেন রেলমন্ত্রী

ট্রেন দুর্ঘটনার কারণ তুলে ধরলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ট্রেন দুর্ঘটনার কারণ তুলে ধরেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।মঙ্গলবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে রেল দুর্ঘটনার কারণ উল্লেখ করেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, যেসব কারণে রেল দুর্ঘটনা ঘটে তা হলো- জনবল সংকটে কোচ, ব্রিজ ইত্যাদি মেইনটেন্যান্সের অভাব, অবৈধ লেভেল ক্রসিং দিয়ে অনিয়ন্ত্রিত সড়কে যান পারাপার, রেলওয়ের ইঞ্জিন বিকল, ট্রেন থেকে যাত্রীদের পড়ে যাওয়া বা লাফ দেওয়া, রেল ট্র্যাক ভাঙা, টেলিফোন ব্যবস্থা বিকল, লাইনের পয়েন্ট ফেটে যাওয়া, লাইনচ্যুতি, রেলগাড়িতে ধ্বংসাত্মক কার্যকলাপ, ট্রেন লাইনের ওপর দিয়ে পশুপ্রাণির চলাচল, অত্যাধিক বন্যায় ট্রেন চলাচল বিচ্ছিন্ন, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ইত্যাদি।

এছাড়া জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা, লাকসাম রেলপথ নির্মাণের সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশদ নকশা প্রণয়নসহ সম্ভাব্যতা সমীক্ষার বাস্তবায়ন অগ্রগতি ৬২ শতাংশ।